
হা’রি’য়ে’ছে স’ন্ধা’ন চাই
ছবির ব্যাক্তিটির নাম মো: ফরয আলী পিতার নাম মো:হাকিম মোড়ল।গ্রাম:বাঘাডাঙ্গা, পো:-কার্পাসডাঙ্গা, থানা:-দামুড়হুদা, জেলা চুয়াডাঙ্গা।মো:ফরয আলীর গায়ের রং উজ্জল শ্যামলা,হালকা গড়ন,উচ্চতা ৫ ফুট ৬”, বয়স -৫৫ বছর,তিনি বিগত ৮ মাস পূর্বে বাড়ির কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান।তারপর থেকে আজ অবধি তার কোন স’ন্ধা’ন মেলেনি।বাড়ি থেকে বের হবার সময় তার পরনে ছিলো খয়েরী রংয়ের চেক লুঙ্গী,কমলা কালারের গেঞ্জি,পায়ে কালো স্যান্ডেল ও মাথায় লাল গামছা।তিনি কাউকেই তার মাথার গামছা খুলতে বা হাত দিতে দেননা।ফরয আলীর ছেলে সুজন জানান আমার বাবার মাথায় একটু সমস্যা আছে।তবে তিনি সবার সাথে সুন্দর করে একদম স্বাভাবিক মানুষের মত কথা বলেন। কোন সহৃদয়বান ব্যাক্তি ছবির ব্যাক্তিটির সন্ধান পেলে দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান দিতে পারেন তবে তাকে সম্মানি স্বরুপ ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেবার ঘোষনা দিয়েছে তার পরিবারের লোকজন।তবে অবশ্যই তাকে পাশে রেখে ফোন কলে ভিডিওতে দেখিয়ে পরিবারের হাতে হস্তান্তর করে পুরস্কার বুঝে নিতে হবে।
আলাপন:-সুজন:-01933631937





















