
শিমুল রেজা
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। বাংলাদেশ জাতীয়বাদীদল চুয়াডাঙ্গ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু শুভ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে আজ সকালে নিজ ফেসবুক থেকে ও সৌজন্য সাক্ষাতে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন,চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, তিনি বলেন, বিশিষ্ট সমাজসেবক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ভাইয়া, কে অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করি, আপনার মতো এমন একজন মানুষকে পেয়ে গর্বিত। সকল কষ্টের সুখে আনন্দে জীবনের প্রতিটি মুহূর্তে যে ব্যক্তিটি ছিল এবং সে মূল্যবান ব্যক্তিটির আজ শুভ জন্মদিন, আল্লাহ যেন আপনার মনের সকল আশা পূরণ করেন এবং আগামী দিন ভালো কাটুক এই দোয়া কামনা করি এবং মেনি মেনি রিটার্ন অফ দা ডে আশা করি সুস্থ থাকেন ভালো থাকেন এবং এভাবে যেনো আপনাকে প্রতি বছর শুভেচ্ছা করতে পারি। আর আপনার আগামী দিনগুলো যেন আজকের কেকের মতনই মিষ্টি হয়। সুষ্ঠু ও সুন্দর হোক আপনার আগামীর পথ চলা সকলের ভালোবাসা নিয়ে ভালো থাকেন“
এদিকে ( ২ অক্টোবর) প্রথম প্রহর থেকেই মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল – নেতাকর্মীরা, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। শ্রদ্ধেয় প্রিয় অভিভাবক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু শুভ জন্মদিন।