, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল দাবিতে শিক্ষা সচিবের বৈঠক দর্শনার কেরু শতকোটি টাকা বিনিয়োগেও কার্যত অচল কেরু চিনিকল দর্শনার কেরু শতকোটি টাকা বিনিয়োগেও কার্যত অচল কেরু চিনিকল জীবননগরে সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র মতবিনিময় মুসলিম বিশ্বে আর কোন নেতা বা নেত্রীর ভাগ্যে জোঠেনি: মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী চুয়াডাঙ্গায় জলাতঙ্ক ভ্যাকসিনে হাহাকার হাসপাতালে সাপ্লাই বন্ধ, মিলছে না ফার্মেসিতেও হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা ,তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে দামুড়হুদায় বেগম খালেদা জিয়ার রুহে’র মাগফিরাত কামনায় দোয়া

জন্মদিন আমার রাজ কন্যা আরশিয়া আয়াত এশা: তোমার বাবা মা’র পক্ষ থেকে জীবনে সর্বচ্চ সাফল্য কামনা করি

  • প্রকাশের সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

 

কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। দর্শনা পৌর বাসী’র জনপ্রিয় মুখ, দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্নু আহ্বায়ক সেলিম মেহেফুজ মিল্টন। মেয়ে আরশিয়া আয়াত এশা আজ জন্মদিন ৮ তম জন্মদিন।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তুমি মা। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমার মতো একজন নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও আরশিয়া আয়াত এশা।

সেলিম মেহেফুজ মিল্টন মেয়ের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আজকের দিনটায় পৃথিবী আরও সুন্দর হয়েছিল, কারণ আমার ছোট্ট পরী জন্ম নিয়েছিল! আমার আদরের মেয়ে, তুমি আমাদের জীবনের আলো, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিন তোমার জীবন। শুভ জন্মদিন, প্রিয় কন্যা‌ আরশিয়া আয়াত এশা।

আজ ২০ শে নভেম্বর আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে আমার এবং আমার স্ত্রীর মুঠো ফোনে প্রথম প্রহর থেকেই, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল – সংবাদকর্মী, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে।

আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে তোমার প্রতিটা দিন, প্রতিটা সময় সুন্দর হোক, এবং সুখের হোক দোয়া করি। শুভ জন্মদিন মা।

জনপ্রিয়

দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু

জন্মদিন আমার রাজ কন্যা আরশিয়া আয়াত এশা: তোমার বাবা মা’র পক্ষ থেকে জীবনে সর্বচ্চ সাফল্য কামনা করি

প্রকাশের সময় : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

 

কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। দর্শনা পৌর বাসী’র জনপ্রিয় মুখ, দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্নু আহ্বায়ক সেলিম মেহেফুজ মিল্টন। মেয়ে আরশিয়া আয়াত এশা আজ জন্মদিন ৮ তম জন্মদিন।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তুমি মা। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমার মতো একজন নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও আরশিয়া আয়াত এশা।

সেলিম মেহেফুজ মিল্টন মেয়ের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আজকের দিনটায় পৃথিবী আরও সুন্দর হয়েছিল, কারণ আমার ছোট্ট পরী জন্ম নিয়েছিল! আমার আদরের মেয়ে, তুমি আমাদের জীবনের আলো, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিন তোমার জীবন। শুভ জন্মদিন, প্রিয় কন্যা‌ আরশিয়া আয়াত এশা।

আজ ২০ শে নভেম্বর আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে আমার এবং আমার স্ত্রীর মুঠো ফোনে প্রথম প্রহর থেকেই, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল – সংবাদকর্মী, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে।

আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে তোমার প্রতিটা দিন, প্রতিটা সময় সুন্দর হোক, এবং সুখের হোক দোয়া করি। শুভ জন্মদিন মা।