
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। দর্শনা পৌর বাসী’র জনপ্রিয় মুখ, দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্নু আহ্বায়ক সেলিম মেহেফুজ মিল্টন। মেয়ে আরশিয়া আয়াত এশা আজ জন্মদিন ৮ তম জন্মদিন।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তুমি মা। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমার মতো একজন নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও আরশিয়া আয়াত এশা।
সেলিম মেহেফুজ মিল্টন মেয়ের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আজকের দিনটায় পৃথিবী আরও সুন্দর হয়েছিল, কারণ আমার ছোট্ট পরী জন্ম নিয়েছিল! আমার আদরের মেয়ে, তুমি আমাদের জীবনের আলো, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিন তোমার জীবন। শুভ জন্মদিন, প্রিয় কন্যা আরশিয়া আয়াত এশা।

আজ ২০ শে নভেম্বর আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে আমার এবং আমার স্ত্রীর মুঠো ফোনে প্রথম প্রহর থেকেই, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ দেশের সকল প্রান্তে সকল – সংবাদকর্মী, বন্ধু, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে।
আল্লাহর সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে তোমার প্রতিটা দিন, প্রতিটা সময় সুন্দর হোক, এবং সুখের হোক দোয়া করি। শুভ জন্মদিন মা।





















