, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো ১ জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা: সারের পর্যাপ্ততা ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার চুয়াডাঙ্গায় মদ্যপানে ৬ জনের মৃত্যু, অসুস্থ ৩ জন চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান জীবননগর উথলীতে নিহত দুই ভাইয়ের পরিবারের খোঁজ নিলেন বাবু খান দর্শনায় তারেক রহমানের পক্ষ থেকে স্বর্ণজয়ী জিহাদের হাতে উপহার দিলেন বাবু দামুড়হুদায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা শহীদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও কবর জিয়ারত চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার

দামুড়হুদায় এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

  • প্রকাশের সময় : ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে এক গাভি একই সাথে তিনটি বাছুর জন্ম দিয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে হাউলি ইউনিয়নের ওই গ্রামে ঘটে এই বিরল ঘটনা। বর্তমানে গাভি ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে।


VID_20250810_165944_exported_0

হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু জানান, গরুর মালিক ফোনে জানালে তিনি দ্রুত সেখানে পৌঁছে প্রসব করান। প্রথমে দু’টি বাছুর জন্মের পর গাভি দাঁড়িয়ে গেলে তিনি মনে করেছিলেন প্রসব শেষ। কিন্তু আচরণ দেখে সন্দেহ হওয়ায় আবার পরীক্ষা করে দেখা যায়, পেটে আরও একটি বাছুর রয়েছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি। আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম, বলেন তিনি।

thumbnail_IMG_20250810_165848_1~2

গরুর মালিক মর্জিনা আক্তার বলেন, এক বছর আগে কেনা গাভীটির দেখাশোনা যত্ন করেছেন তিনি। গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু একসঙ্গে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি, আনন্দ প্রকাশ করে জানান তিনি


thumbnail_IMG_20250810_165848_1~2

চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বিরল ঘটনা। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়, তিনটি একসঙ্গে জন্ম দেওয়া সচরাচর দেখা যায় না। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়।

thumbnail_IMG_20250810_172017~2

তিনি জানান, গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো ১ জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা বেড়ে ৭

দামুড়হুদায় এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

প্রকাশের সময় : ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫

এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে এক গাভি একই সাথে তিনটি বাছুর জন্ম দিয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে হাউলি ইউনিয়নের ওই গ্রামে ঘটে এই বিরল ঘটনা। বর্তমানে গাভি ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে।


VID_20250810_165944_exported_0

হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু জানান, গরুর মালিক ফোনে জানালে তিনি দ্রুত সেখানে পৌঁছে প্রসব করান। প্রথমে দু’টি বাছুর জন্মের পর গাভি দাঁড়িয়ে গেলে তিনি মনে করেছিলেন প্রসব শেষ। কিন্তু আচরণ দেখে সন্দেহ হওয়ায় আবার পরীক্ষা করে দেখা যায়, পেটে আরও একটি বাছুর রয়েছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি। আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম, বলেন তিনি।

thumbnail_IMG_20250810_165848_1~2

গরুর মালিক মর্জিনা আক্তার বলেন, এক বছর আগে কেনা গাভীটির দেখাশোনা যত্ন করেছেন তিনি। গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু একসঙ্গে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি, আনন্দ প্রকাশ করে জানান তিনি


thumbnail_IMG_20250810_165848_1~2

চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বিরল ঘটনা। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়, তিনটি একসঙ্গে জন্ম দেওয়া সচরাচর দেখা যায় না। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়।

thumbnail_IMG_20250810_172017~2

তিনি জানান, গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।