, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ দামুড়হুদা ও কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার দামুড়হুদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন দর্শনায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ ৫ বছরের জেল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দামুড়হুদায় এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর! চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্দ্যোগে মানববন্ধন

চুয়াডাঙ্গার সহকারী জেলা জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা-আদালতে আত্মসমর্পণ করে পেলেন জামিন

  • প্রকাশের সময় : ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৬ পড়া হয়েছে

 

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুই পক্ষের আইনজীবীরা শুনানি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা। এরপর ২০২৩ সাল থেকে গত তিন বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে।

এরপর বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের ১২ এপ্রিল থেকে তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিচারক দোলন। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত।

গতকাল জামিন শুনানি শেষে আদালত সহকারী জেলা জজ দোলন হোসেনকে জামিন দিয়েছেন। আসামিকে জামিন দেয়ার ক্ষোভ জানায় ভুক্তভোগীর আইনজীবী এবিএম সিদ্দিকী। তিনি বলেন, ‘বিয়ের কথা বলে একাধিকবার পাশবিকভাবে ধর্ষণ করা হয়। বিয়ে না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

জনপ্রিয়

দর্শনা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার সহকারী জেলা জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা-আদালতে আত্মসমর্পণ করে পেলেন জামিন

প্রকাশের সময় : ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

 

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে দুই পক্ষের আইনজীবীরা শুনানি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা। এরপর ২০২৩ সাল থেকে গত তিন বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে।

এরপর বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের ১২ এপ্রিল থেকে তরুণীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিচারক দোলন। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত।

গতকাল জামিন শুনানি শেষে আদালত সহকারী জেলা জজ দোলন হোসেনকে জামিন দিয়েছেন। আসামিকে জামিন দেয়ার ক্ষোভ জানায় ভুক্তভোগীর আইনজীবী এবিএম সিদ্দিকী। তিনি বলেন, ‘বিয়ের কথা বলে একাধিকবার পাশবিকভাবে ধর্ষণ করা হয়। বিয়ে না করায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।