
শিমুল রেজা
চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেলে শহিদুলসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে কাঁটাতার পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।অন্যরা দৌড়ে পালিয়ে আসে বাংলাদেশে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত চোরাকারবারী মাদক আনার উদ্দেশ্যে ভারতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফ সদস্যরা মরদেহ ভারতে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার এ বিষয়টি আমাদের জানিয়েছেন।’ মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান





















