, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর অবৈধ বাঁধ অপসারণ চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ২০ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার বেলগাছি ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে শরীফুজ্জামান নির্বাচন প্রলম্বিত করতে পরিস্থিতি অস্থির করা হচ্ছে : শামসুজ্জামান দুদু দর্শনায় কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা জীবননগর মিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফটবল টুণামেন্টের ফাইনাল খেলায় বাবু খান

বেলগাছি ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে শরীফুজ্জামান

  • প্রকাশের সময় : ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৮ পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলগাছি ইউনিয়ন মহিলা দলের নেত্রী সোনিয়া পারভিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘বেলগাছি ইউনিয়ন মহিলা দলের এই সম্মেলন অত্র এলাকার নারীদের রাজনৈতিক প্রেরণার এক নতুন সূচনা। আজকের সম্মেলন প্রমাণ করে, এই উপজেলার নারীরা আর দর্শক নন, তারাও এখন পরিবর্তনের অগ্রদূত। মহিলা দলের নেত্রীরা নিজের পরিবার, সমাজ ও সংগঠনের দায়িত্ব একসঙ্গে সামলে দেশের জন্য, নিজ এলাকার জন্য লড়ছেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি যেন নারী জাগরণেরই প্রতীক। তাদের আদর্শই আমাদের আন্দোলনের মেরুদণ্ড। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলা দলের প্রতিটি নেত্রীকে আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মমুখী হতে হবে। কারণ, আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনারাই নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীরা নানা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। জাতীয়বাবাদী দল বিশ্বাস করে, নারীর মর্যাদা রক্ষা না হলে গণতন্ত্রও পূর্ণতা পায় না। আমরা ক্ষমতায় এলে নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। যা দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় স্পষ্ট উল্লেখ রয়েছে।’

জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংগঠনের প্রতিটি নেত্রী যদি নিজের অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে কাজ করেন, তাহলে সেই দিন আর দূরে নয়, যেদিন এই দেশের নারীরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদার নতুন ভোর দেখবে। আপনারাই হবেন সেই পরিবর্তনের অগ্রদূত।’

সমাবেশের প্রধান বক্তা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা বলেন, ‘মহিলা নেত্রীদের শক্তিই বিএনপির আগামী আন্দোলনের মূল ভিত্তি। এখন সময় এসেছে মাঠে নামার এবং অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নেওয়ার। আমরা ইনশাল্লাহ সামনের সারিতেই থাকব।’

সম্মেলনে বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি শেফালি খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল ও সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন। এছাড়াও সম্মেলনে বেলগাছী ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় এক হাজার নারী নেত্রী ও কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বক্তারা জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার, মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে। অনুষ্ঠান শেষ হয় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে

জনপ্রিয়

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বেলগাছি ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে শরীফুজ্জামান

প্রকাশের সময় : ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলগাছি ইউনিয়ন মহিলা দলের নেত্রী সোনিয়া পারভিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘বেলগাছি ইউনিয়ন মহিলা দলের এই সম্মেলন অত্র এলাকার নারীদের রাজনৈতিক প্রেরণার এক নতুন সূচনা। আজকের সম্মেলন প্রমাণ করে, এই উপজেলার নারীরা আর দর্শক নন, তারাও এখন পরিবর্তনের অগ্রদূত। মহিলা দলের নেত্রীরা নিজের পরিবার, সমাজ ও সংগঠনের দায়িত্ব একসঙ্গে সামলে দেশের জন্য, নিজ এলাকার জন্য লড়ছেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি যেন নারী জাগরণেরই প্রতীক। তাদের আদর্শই আমাদের আন্দোলনের মেরুদণ্ড। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলা দলের প্রতিটি নেত্রীকে আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মমুখী হতে হবে। কারণ, আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনারাই নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীরা নানা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। জাতীয়বাবাদী দল বিশ্বাস করে, নারীর মর্যাদা রক্ষা না হলে গণতন্ত্রও পূর্ণতা পায় না। আমরা ক্ষমতায় এলে নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। যা দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় স্পষ্ট উল্লেখ রয়েছে।’

জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংগঠনের প্রতিটি নেত্রী যদি নিজের অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে কাজ করেন, তাহলে সেই দিন আর দূরে নয়, যেদিন এই দেশের নারীরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদার নতুন ভোর দেখবে। আপনারাই হবেন সেই পরিবর্তনের অগ্রদূত।’

সমাবেশের প্রধান বক্তা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা বলেন, ‘মহিলা নেত্রীদের শক্তিই বিএনপির আগামী আন্দোলনের মূল ভিত্তি। এখন সময় এসেছে মাঠে নামার এবং অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নেওয়ার। আমরা ইনশাল্লাহ সামনের সারিতেই থাকব।’

সম্মেলনে বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি শেফালি খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল ও সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন। এছাড়াও সম্মেলনে বেলগাছী ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় এক হাজার নারী নেত্রী ও কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বক্তারা জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার, মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে। অনুষ্ঠান শেষ হয় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে