
শিমুল রেজা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার বেলা ১১ টার সময় শরমিনা হক হাফিজা মাদ্রাসায় কুরআন খতম ও চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থান জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংগ্রামী ও বিল্পবী সভাপতি শরিফ উর জামান সিজার তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নারী রাষ্ট্রনায়ক। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা রেখেছেন, তার জন্য আল্লাহ তায়ালা যেন তাকে উত্তম প্রতিদান দেন।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির অন্যতম নেতা আক্তারুজ্জামান আক্তার, চুয়াডাঙ্গা জেলা যুবদলের,যুগ্ম সাধারন সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন,সহ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা,সাইফুল ইসলাম সুমন,আচান শেখ,আবদার হোসেন রাজু ,প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল,সহ মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল,সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুপম আজাদ টারজান,সদস্য ইমদাদুল হক ইমদাদ,বাদশা কাঠাল,মিজান,শিপন,সজীব, আকুল,রুপম আজাদ টারজান। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব সদস্য রিংকু,শিপন, স্বপন,মানিক,শোভন,আনিচ। আরিফ,,মামুন, সহিদ,সিরাজ, বাপ্পী,শুকুর আলি প্রধান,তুজাম, রাব্বি, হাসান, নাসির, সাত্তার,ফুয়াদ,রনি,আরিফ।চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য রনি,সুমন রশিদ,শফিকুল ইসলাম বাপ্পি,মিংকু, শোভোন,রঞ্জু, শোভোন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল,যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জীবন ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সুজন ,যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুন আর রশিদ সুমন, বিপ্লব হোসেন, সদস্য তানজিলুর রহমান তান্নু, শরিফুল ইসলাম রাব্বিল, আব্দুল করিম, নাজমুল হাসান রাজিব, সুমন, মিঠু ,জুয়েল, আব্দুস সাত্তার, মনি। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন গোরস্থান জামে মসজিদের সম্মানিত প্রেস ইমাম মাওলানা আরিফ বিল্লাহ মাদানী ও কুরআন খতম পরিচালনা করবেন-হাফেজ আরজ।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়।



















