
শিমুল রেজাঃ
শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহী কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ শে জুলাই সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন এর সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়ুলগাছি ইউনিয়ন বাসীর জনপ্রিয় মুখ বাংলাদেশ জাতীয়বাদী দল কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সুযোগ্য সভাপতি মামুনুর রহমান। অভিভাবক মতবিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল দর্শনা থানা বিএনপি’র যুবদলের সদস্য আব্দুল হাকিম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল হোসেন, শিক্ষক মোছাঃ ফেরদৌসী রহমান , শিক্ষক মোঃ মুক্তারুল ইসলাম ,শিক্ষার মোছাঃ সালমা খাতুন, শিক্ষক মোঃ ফজর আলী , শিক্ষক মোঃ জুলফিকার আলী , শিক্ষক মোছাঃ ফাহিমা খাতুন, শিক্ষক মোঃ জুলফিকার আলী , শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শিক্ষক জাহাঙ্গীর আলম , শিক্ষক মোছাঃ অনুপমা সুলতানা, সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দু।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রশিদ তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ওঅভিভাবকদের। শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রাখতে হবে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি মামুনুর রহমান তিনি বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক জুড়ে দিতে পারে অভিভাবক সভা। শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য অভিভাবক-বিদ্যালয় মতবিনিময় বেশ জরুরি।