, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ২১ পড়া হয়েছে

 

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করার সময় ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুক্তারপুর বাজারপাড়ার মো. জুয়েল মিয়ার ছেলে জুবায়ের হোসেন (৬) এবং একই গ্রামের মো. সজীব হোসেনের ছেলে লিমন হোসেন (৭)। তারা উভয়েই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও প্রতিবেশী চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় শেষে দুপুরে জুবায়ের ও লিমন বই-খাতা রেখে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে যায়। সেখানে পাট জাক দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে জুবায়ের পানিতে পড়ে গেলে লিমন তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পানির স্রোত ও গভীরতায় তারা দুজনই তলিয়ে যায়।

ঘটনার সময় নদীর পাশ দিয়ে যাওয়া কয়েকজন পথচারী বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে প্রায় আধা কিলোমিটার দূরে খোঁজাখুঁজি চালিয়ে কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুজনের মরদেহ বাড়িতে আনা হলে পিতা-মাতা ও স্বজনদের কান্না-আহাজারিতে গোটা এলাকা ভারী হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছিল।

জনপ্রিয়

জীবননগরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫

 

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করার সময় ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মুক্তারপুর বাজারপাড়ার মো. জুয়েল মিয়ার ছেলে জুবায়ের হোসেন (৬) এবং একই গ্রামের মো. সজীব হোসেনের ছেলে লিমন হোসেন (৭)। তারা উভয়েই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ও প্রতিবেশী চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় শেষে দুপুরে জুবায়ের ও লিমন বই-খাতা রেখে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে যায়। সেখানে পাট জাক দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে জুবায়ের পানিতে পড়ে গেলে লিমন তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পানির স্রোত ও গভীরতায় তারা দুজনই তলিয়ে যায়।

ঘটনার সময় নদীর পাশ দিয়ে যাওয়া কয়েকজন পথচারী বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে প্রায় আধা কিলোমিটার দূরে খোঁজাখুঁজি চালিয়ে কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুজনের মরদেহ বাড়িতে আনা হলে পিতা-মাতা ও স্বজনদের কান্না-আহাজারিতে গোটা এলাকা ভারী হয়ে ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছিল।