
গতকাল শুক্রবার ০৪ ডিসেম্বর ২০২৫ আনুমানিক রাত ৭ ঘটিকায় মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১০-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হাফির মোড় (বটতলা) পাকা রাস্তার উপর হতে সুবেদার সাইফুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৬ বোতল ভারতীয় (win cerex) সিরাপ (মাদক) উদ্ধার করে একই দিন ১-৪০ ঘটিকায় মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪৭/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি গ্রামের পাকা রাস্তার পূর্বপার্শ্ব হতে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০২ পিস ভায়াগ্রা, ১১ বোতল WIN CEREX সিরাপ এবং ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান নিশ্চিত করেছে।





















