
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ উজির(৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার বিকালে ৩টার দিকে জীবননগর পৌর সভার লক্ষীপুর পশ্চিম পাড়ায় নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করে পুলিশ। আটকৃত উজির উপজেলার লক্ষীপুর গ্রামের রফিকুল ইসলামের জামাতা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে জীবন নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর গ্রামের উজিরের বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।





















