
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে দামুড়হুদা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। দিনব্যাপি এ প্রশিক্ষণটি উপজেলা সমন্বয়কারি শিশির চৌকিদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা। সভায় প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতে মানুষ অল্প সময়ে, স্বল্প খরচে আইনের সেবা পাচ্ছে। আইনের সেবা প্রদানে চেয়ারম্যানদের স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে বিচার করতে হবে। উচ্চ আদালতের মামলার জট কমাতে গ্রাম আদালতের বিচারক হিসেবে আপনাদের আরো বেশি দায়িত্ববান হতে হবে। গ্রাম আদালতের কার্যক্রমকে ডিজিটাল করার জন্য আজকের এই প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো:। আসাদুজামান।





















