
রেলওয়ের পশ্চিমান্চলীয় জোনের (রাজশাহী) মহা ব্যবস্থাপক মো. ফরিদ আহম্মেদ চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়নের জন্য পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে আসেন। রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজারসহ ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রেলওয়ের বিশেষ ট্রলি যোগে দর্শনায় এসে পৌঁছে। তারপরই দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ সীমানা পর্যন্ত পরিদর্শন করে দলটি।
পরে দর্শনা প্রেস ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তারা। নেতৃবৃন্দ দর্শনাবাসীর দাবির পক্ষে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দর্শনা হল্ট স্টেশনে স্টপিজের বিষয়ে কথা বলেন।
এ সময়ে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জি এম ফরিদ আহম্মেদ বলেন, দর্শনা থেকে ঢাকাগামী নতুন নামে ট্রেনচালু করার উদ্দেশেই সিডিউল অনুযায়ী পরিদর্শন করা হলো, যা এলাকাবাসীর জন্যই স্ুিবধা হবে বলে মনে করছি। দর্শনাবাসীর দাবি দাওয়ার বিষয় গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি সমাধান করার চেষ্টা করব।’ এ সময় রেলওয়ের পশ্চিম জোনের চীপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসসহ ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এ ছাড়া দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তানভির অনিক, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বাজার কমিটির প্রতিনিধি ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।