
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক পথশিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে দর্শনা হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথশিশু অনিক (১২) খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভ্রমণ করছিল। ট্রেনটি দর্শনা অতিক্রমকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে দর্শনার মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে খবর পেয়ে দর্শনা হল্ট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আহত শিশুটিকে বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে অনিক সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে সে পথশিশু হওয়ায় তার পরিবারের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রেলওয়ে পুলিশ বলছে, ট্রেনের ছাদে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের ঘটনায় প্রায়ই প্রাণহানি ঘটে।





















