
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাটবোয়ালিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাজারে জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে দলের বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় দোকানপাটেও প্রচারণা চালানো হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ম সম্পাদক তুহিবুল হুদা তুহিন ও মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, কৃষক দলের সভাপতি জাকির হোসেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। যুবদল থেকেও অংশ নেন আবুল কালাম, শাহিবুল ইসলাম, ইসরাফুল ইসলাম, সাহিদুল ইসলাম ও হামিদুল ইসলাম তপন।
টিপু সুলতান বলেন, ‘দীর্ঘদিন মামলা-হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছি। এখন সংগঠিতভাবে মাঠে নেমেছি। জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই প্রতীককে বিজয়ী করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা জনমানুষের নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাখাল রাজা শরীফুজ্জামান শরীফ ভাইকে চুয়াডাঙ্গা-১ আসনের বিজয়ী প্রার্থী হিসেবে দেখতে চাই।’