
শিমুল রেজা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলে দাবি করেছেন,দর্শনা থানা বিএনপির কৃষকদলের আহবায়ক আশরাফুল হক বিপ্লব, বিএনপির ৩১ দফা নিয়ে দাবি করেন তিনি বলেন, ‘শেখ হাসিন ঘুণে ধরা ও ভঙ্গুর রাষ্ট্র রেখে গেছে। সেই রাষ্ট্র মেরামত ও যথাযথ নির্মাণে ৩১ দফার বিকল্প নেই। এ ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছে এসেছি। ৩১ দফা বাংলার মানুষের বেঁচে থাকার দফা। ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই।, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষ যেন মেজরিটি ভোট পায়, এটাই আমাদের লক্ষ্য। শুধু বিজয়ী হওয়া নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণের আস্থা প্রমাণ করতে হবে।

আরও বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই এখন থেকেই আমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। নিরাপত্তা, সুন্দর ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য ধানের শীষের বিকল্প নেই। পড়ালেখা শেষ করে যেন আমাদের সন্তানরা কর্মসংস্থান ও উন্নত জীবনের নিশ্চয়তা পায়, সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বিএনপি ক্ষমতায় ফিরলেই।