
নিজস্ব প্রতিবেদক:
অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চুয়াডাঙ্গা জেলা যুবদল বিশাল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে শহর ঘুরে একই স্থানে যেয়ে শেষ করা হয় মিছিলটি। এসময় বিক্ষোভ মিছিলে দলটির হাজারো নেতাকর্মিদের বিভিন্ন স্লোগানে শহর যেন প্রকম্পিত করে ওঠে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুবদল নেতা রাজীব খান, মতিউর রহমান মিশরসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের আগমুহুর্তে সংক্ষিপ্ত ভাবে সাহিত্য পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তারা বলেন,‘ বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে যাচ্ছে। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিচ্ছে। এই খুনি আওয়ামী লীগের একটাও নেতাকর্মিরা যদি কারোর ওপর অত্যাচার করে তার উচিত জবাব দিবে যুবদল। সেই সাথে এখনো যারা এদিক সেদিক রয়েছে ঘাতক আওয়ামীলীগ তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। তারা আবার যদি মাথা উচু করে দাড়ায় তাহলে যুবদল তাদের মাথা নামিয়ে দিবে। এখনো আওয়ামীলীগ ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহিত করা হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা বিথা যাবে’।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, দপ্তর সম্পাদক মাহামুনুর রশীদ টনিক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, আলমডাঙ্গা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীড় উজ্জল ও পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা এবং সদস্য সচিব কনক সরোয়ার, দর্শনা পৌর যুব দলের আহ্বায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের সভাপতি জালাল উদ্দিন, প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন জেলা উপজেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মিরা।