নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে টাইলস ফিটিংস কাজ শেখানো হচ্ছে। কারাগারের নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে, বন্দিদের কল্যাণ, সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আওতায় ইতোমধ্যে বন্দিরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছে। এর অংশ হিসেবে কারাগারের ৩টি পানির হাউজে টাইলস বসানোর কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) সামিউল আজম এবং জেলার ফখর উদ্দিনসহ চুয়াডাঙ্গা জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলার ফখর উদ্দিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে বন্দিরা একটি পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। যা তাদের ভবিষ্যৎ জীবনে পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।