প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১৭ এ.এম
হারানো ভোটাধিকার ফিরিয়ে আনতে আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই: মাহমুদ হাসান খান বাবু
শিমুল রেজা
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ উল্লেখ করে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এক বার্তায় তিনি মন্তব্য করে বলেছেন, ‘হারানো ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ই ফেব্রুয়ারী নিবার্চনে গণতন্ত্রে উত্তরণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষে ভোট দিন। ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি আর ও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে পারে।
এ প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনা গুলো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৩১ দফা জাতির জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে উঠে এসেছে। গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে প্রণীত এ দফাগুলো দেশকে নতুন এক যুগের পথে নিয়ে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে ধানের শীষ তুলে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন দলের এ আমানত রক্ষায় আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ