
দৈনিক মানবকন্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসকের পরামর্শে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। রবিবার রাত ১০ টার দিকে দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে চুয়াডাঙ্গা শহরে গবাদি পশু সাথে তার মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার হাঁটুর নিচে এবং মুখের ও মাথায় শরীরের বিভিন্ন অংশ কেটে ফুলে গিয়েছে। আমার প্রিয় মানুষ সহযোদ্ধা আব্দুল্লাহ ভাইয়ের দূরত্ব সুস্থ কামনা করছি





















