কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে। পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ। কার্পাসডাঙ্গা বাজারের মোটরসাইকল মেকার শাহিন আলমের রাজকন্যার প্রথম জন্মবার্ষিকী,,, শুভ জন্মদিন।
তোমার জন্য শুভ কামনা রইল মা'মনি তোমার সকল শুভ কর্মকাণ্ডের শুভ সূচনায় আর সফলতায় আজকের দিনটি সহ আগামীতে অপেক্ষমাণ প্রতিটি দিন আর প্রতিটি বছরের জন্য। ফরিয়াদ রইল সৃষ্টিকর্তার দরবারে তিনি যেনো তোমার এবং তোমার পিতা মাতাকে সকল ধরণের অসুখ, দুর্ঘটনা থেকে রাখেন মুক্ত। তিনি যেন তোমার সকল পথ রাখেন উন্মুক্ত আর সুরক্ষিত। মহান আল্লাহর কাছে তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি