
শিমুল রেজা
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু,এক বার্তায় তিনি মন্তব্য করে বলেন সমগ্র দেশের মানুষের মা মারা গেছে,সমগ্র দেশের মানুষ তার জানাজায় শরিক হয়েছেন। মহান রব্বুল আলামীনের নিকট শুকরিয়া জানাই এবং ,কৃতজ্ঞতা জানাই আমরা এমন একজন নেতার দল করি,এমন একজন নেত্রীর আদর্শ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই, যে নেত্রীর মত এতো বড় জানাজা মুসলিম বিশ্বে আর কোন নেতা বা নেত্রীর ভাগ্যে জোঠেনি।আমাদের নেত্রী আজ আপোষহীন নেত্রী হিসেবে বিশ্বে উদাহরণ হয়ে গেছেন। প্রায়ত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যে উদ্দেশ্য নিয়ে আমাকে ধানের শীষের প্রতিক দিয়ে আপনাদের নিকট পাঠিয়েছেন, আপনারা আমার প্রিয় নেত্রীর দিকে তাকিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমের দিকে তাকিয়ে,চুয়াডাঙ্গা মানুষের দিকে তাকিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।
মাহমুদ হাসান খান বাবু তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছেন। দেশের বাইরে থেকেও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। ধানের শীষে ভোট দিলে চুয়াডাঙ্গার উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। বিএনপিই একমাত্র দল যারা সকল শ্রেণি-পেশার মানুষের ভালো-মন্দ চিন্তা করে উন্নয়ন করে। বিজয়ী হলে আপনাদের সাথে নিয়ে আপনাদের দাবি-দাওয়া অনুযায়ী উন্নয়ন করবো।
তিনি দাবি করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করবেন এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি-সহ প্রতিটি খাতে গুরুত্ব দিয়ে উন্নয়ন করবেন, যা গত ১৭ বছরে হয়নি। অনিয়মকেও কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি। গত ১৭ বছর যেভাবে সুখে-দুঃখে পাশে থেকেছি, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকবো।




















