মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন্য পিলার- ৬০/ ০১৫-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর ভুট্টা ক্ষেতের মধ্যে হতে নায়েব সুবেদার শ্রী তাপস সরকার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০৪ জন (পুরুষ-০৩ এবং নারী-০১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই তিন পৃথক অভিযানে ৪-৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৬০/৩৯-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মোঃ আনিছুর রহমান এর কলাবাগান মধ্যে হতে হাবিলদার মাসুম এলাহী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০৩ জন (পুরুষ-০১, নারী-০১ এবং শিশু-০১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এছাড়া ০৪ ডিসেম্বর ২০২৫, তারিখ আনুমানিক ০৮১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মোঃ শাহিন আহমেদ এর ভুট্টা ক্ষেতের মধ্যে হতে নায়েক নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০২ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।