
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩–এর কাছে শূন্যরেখায় এ বৈঠক হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। তাঁর সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ মোট ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। অপরদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমার এবং তাঁর স্টাফ অফিসারসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, সীমান্ত হত্যা প্রতিরোধ, মানব পাচার ও গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উভয়পক্ষই সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালান রোধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। উভয়পক্ষ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে একমত হয়েছে।’
সাক্ষাতের শেষে দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস ব্যক্ত করা হয়।