, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল দাবিতে শিক্ষা সচিবের বৈঠক দর্শনার কেরু শতকোটি টাকা বিনিয়োগেও কার্যত অচল কেরু চিনিকল দর্শনার কেরু শতকোটি টাকা বিনিয়োগেও কার্যত অচল কেরু চিনিকল জীবননগরে সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র মতবিনিময় মুসলিম বিশ্বে আর কোন নেতা বা নেত্রীর ভাগ্যে জোঠেনি: মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী চুয়াডাঙ্গায় জলাতঙ্ক ভ্যাকসিনে হাহাকার হাসপাতালে সাপ্লাই বন্ধ, মিলছে না ফার্মেসিতেও হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা ,তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে দামুড়হুদায় বেগম খালেদা জিয়ার রুহে’র মাগফিরাত কামনায় দোয়া

মহেশপুর সীমান্তে বিজিবি–বিএসএফ কমান্ডারদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫০ পড়া হয়েছে

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩–এর কাছে শূন্যরেখায় এ বৈঠক হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। তাঁর সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ মোট ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। অপরদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমার এবং তাঁর স্টাফ অফিসারসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, সীমান্ত হত্যা প্রতিরোধ, মানব পাচার ও গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উভয়পক্ষই সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালান রোধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। উভয়পক্ষ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে একমত হয়েছে।’
সাক্ষাতের শেষে দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু

মহেশপুর সীমান্তে বিজিবি–বিএসএফ কমান্ডারদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩–এর কাছে শূন্যরেখায় এ বৈঠক হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। তাঁর সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ মোট ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। অপরদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমার এবং তাঁর স্টাফ অফিসারসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, সীমান্ত হত্যা প্রতিরোধ, মানব পাচার ও গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উভয়পক্ষই সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালান রোধে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। উভয়পক্ষ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে একমত হয়েছে।’
সাক্ষাতের শেষে দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস ব্যক্ত করা হয়।