শিমুল রেজা
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর দর্শনা মুক্তমঞ্চে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল দর্শনা পৌর শাখ।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, আলহাজ্ব মশিউর রহমান, শরীফ উদ্দিন, মাহবুবুল ইসলাম খোকন, হাবিবুল্লাহ বিশ্বাস,রেজাউল ইসলাম, লুৎফর রহমান, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হাফিজুল আলম মোল্লা, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুক, দর্শনা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক শওকত আলি লিটন, শ্রমিকদল নেতা ও দর্শনা থানা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, শ্রমিক দল নেতা খন্দকার আব্দুল মুন্নাফ, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রাজ্জাক, শ্রমিক দল নেতা জহুরুল ইসলাম, বাবুল আক্তার,জাহাঙ্গীর হোসেন, সোহরাব হোসেন, নাদের হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাষ্টার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন,
সহ বিএনপি ও অঙ্গ সংগঠন,স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
জানাগেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত ১৫ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায়
বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল দর্শনা পৌর শাখার আয়োজনে বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন দর্শনা বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন।