
দর্শনার শ্যামপুর মল্লিক পাড়ার যুবক প্রতিভা শাহরিয়ার আহমেদ তুহিন (৩২) ফেসবুকে কনটেন্ট তৈরি করে মাসে ১ লাখ ১৩ হাজার টাকার বেশি আয় করে ব্যাপক চমক সৃষ্টি করেছেন। ডিজিটাল দুনিয়ায় তার এই দ্রুত সাফল্য স্থানীয় কনটেন্ট নির্মাতাদের অনুপ্রেরণা জোগাচ্ছে নতুনভাবে।
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের জন্য ক্যারিয়ার গড়ার নতুন ক্ষেত্র। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন দর্শনার কনটেন্ট ক্রিয়েটর শাহরিয়ার আহমেদ তুহিন। শ্যামপুর মল্লিক পাড়ার এই মেধাবী যুবক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বছরের অর্জন প্রকাশ করে সবার নজর কেড়েছেন।
তুহিন জানান, ফেসবুক মনিটাইজেশন চালু হওয়ার পর প্রথম এক বছরে তার মোট আয় হয়েছে ১৩,৫৭,৬২০ টাকা। এতে মাসিক গড় আয় দাড়ায় ১,১৩,১৩৫ টাকা,যা এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

এক মাসে রেকর্ড ইনকাম ৩ লাখ ৩৫ হাজার টাকা,অন্যদিকে ২০২৫ সালে ফেসবুক থেকে সর্বোচ্চ আয়ের মাসে তিনি পেয়েছেন ৩,৩৫,৭৭৫ টাকা। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তুহিন বলেন, এটি শুধু আর্থিক সাফল্য নয়, বরং নিয়মিত পরিশ্রমের ফল। আমি চাই তরুণ ও যুবকরা যেন বুঝতে পারে,মনোযোগ দিয়ে কাজ করলে যে কেউ সফল হতে পারে।
নবীন কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে তিনি বলেন,কখনো হতাশ হবেন না। নিয়মিত সুন্দর ও মানসম্মত ভিডিও বানান। নিজের স্টাইল তৈরি করুন। ইনশাআল্লাহ একদিন আপনারাও লক্ষ্য পূরণ করবেন।
তুহিনের মতে, সৃজনশীলতা এবং দর্শকদের আগ্রহ বুঝে কনটেন্ট তৈরি করাই সাফল্যের মূল চাবিকাঠি।
স্থানীয়দের মতে তুহিনের সাফল্যকে দর্শনা এলাকার মানুষ অত্যন্ত গর্বের সঙ্গে দেখছেন। স্থানীয় বেশ কয়েকজন জানান, ছোট শহর থেকে উঠে এসে ফেসবুক প্ল্যাটফর্মে এমন বড় আয়ের উদাহরণ খুব বেশি দেখা যায় না। তুহিনের সফল যাত্রা তরুণ সমাজকে সৃজনশীল কাজে যুক্ত হতে উৎসাহ দিচ্ছে।
ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েশন এখন দেশের তরুণ ও যুবকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তুহিনের গল্প সেই সম্ভাবনাকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে বড় কিছু করা যে সম্ভব,তার বাস্তব উদাহরণ তিনি।





















