
দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের পিতা সালিম উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
নেত্রকোনার কেন্দুয়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল রাত ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও ৫ কন্যা রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
দৈনিক প্রতিদিনের কাগজ পরিবার গভীরভাবে শোকাহত।





















