
বিশেষ প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী উত্তরের মাঠের ৩ নং গভীর নলকূপের পাশের ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে দূর্বৃত্তরা, এই মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন হাউলী গ্ৰামের উত্তরের মাঠের ৩ নং গভীর নলকূপের পাশের কৃষি জমির মাটি কাটা হচ্ছে গভীর রাতে। এলাকার একটি অসাধু চক্র রাতের আঁধারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় অর্থাৎ রাত ১২ টার পরে একসাথে ৭ থেকে ৮ টি ট্র্যাক্টর ভিড়িয়ে ভেকু মেশিন দিয়ে অবাধে কৃষি জমির মাঠি কেটে (টপ সয়েল) স্থানীয় বেশ কয়েকটি ইটভাটায় বিক্রি করছে। এর ফলে ঐ মাঠের আবাদযোগ্য কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত ৭ ডিসেম্বর রাতে একই কায়দায় উক্ত মাঠে একজনের জমির মাটি কেটে পুকুর তৈরী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, গতকাল রাতে এই অপকর্ম বন্ধ থাকলেও আজ মঙ্গলবার দিনগত রাতে আবারও একই কায়দায় ঐ মাঠেই মাটি কাটা হতে পারে।
এমতাবস্থায় এলাকাবাসী এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন পূর্বক মাটি কাটা বন্ধ করে ফসলী জমি রক্ষায় অবিলম্বে দামুড়হুদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।





















