
দর্শনার আকন্দবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ আলিফ হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ই জুলাই ২০২৫) সকালে নিজ বাড়ির দরজার সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক আলিফ হোসেন আকন্দবাড়ীয়া গ্রামের মাঝপাড়ার মৃত ইছাহক মণ্ডলের ছেলে।
মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নিমতলা বিওপির একদল বিজিবি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় সীমান্ত পিলার ৭৫/এমপি হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মাঝপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আলিফ হোসেন নামের একজনকে তার নিজ বাড়ির দরজার সামনের পাকা রাস্তার উপর হতে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে