
দামুড়হুদার নাপিতখালি গ্রামের মহিদুলের ছেলে মাদরাসা পড়ুয়া ছাত্র তুষার (৮) নামের এক শিশুর সড়ক দূর্ঘটনায় মারাযায়। ঘটনাটি ঘটেছে দামুড়হুদার নাপিতখালি মোড়ে। পুলিশ নিশ্চিত করে। পরিবার ও পুলিশসুত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে দামুড়হুদা -কাপাসডাঙ্গা সড়কের ইজিবাইক নিয়ে দামুড়হুদায় যাবার সময় নাপিতখালি মোড়ে পৌঁছালে রাস্তা পার হবার সময় তুষার (৮) ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স নিলে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেহ মামলা করবে না।