প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৪৩ পি.এম
দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠিত
শিমুল রেজা
“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে হাউলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র আয়োজনে সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা শুধু সন্তান নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি একটি সুস্থ, সুন্দর ও উন্নত জীবনের চাবিকাঠি। যখন একটি দম্পতি পরিকল্পনা করে সন্তান নেবে, তখন তারা মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল রাখতে পারে এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে পারে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে এই সেবা সম্পর্কে জানতে হবে, ব্যবহার করতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। আসুন, আমরা সচেতন হই, পরিকল্পিত পরিবার গড়ি, সুস্থ জীবন গড় এবং দেশের উন্নয়নে অংশীদার হই।
চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে ও দামুড়হূদা উপজেলা সহকারী স্বাস্থ্য ও প.প কর্মকর্তা হোসনে মোবারক শিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান সাহেল,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন,ডাক্তার শামসুন্নাহার শম্পা,ডাক্তার মোছাঃ সেলীনাসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ, এবং উন্নয়ন সহযোগী, সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে গর্ভবতী মা ও শিশুদের লটারির মাধ্যমে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ