দামুড়হুদা সদর উপজেলার দামুড়হুদা ইউনিয়নের পরিষদে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) ২০২৫- ২০২৬ এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথী মিত্র , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাজিদ রহমান, আরও উপস্থিত ছিলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মৌলিক প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছেন জনাব সাজিদ রহমার , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, দামুড়হুদা এবং জনাব হুমায়ন কবীর, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেত্রী মোছাঃ রাশিয়া খাতুন, ইউনিয়ন আনসার কমান্ডার শহিদুল ইসলাম । মৌলিক প্রশিক্ষণ আগামী ১৮/০৯/২০২৫ ইং বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ মৌলিক প্রশিক্ষণ, শান্তিরক্ষায় বিভিন্ন কর্মশালা, এবং নতুন কর্মীদের মৌলিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণগুলি দক্ষতা বৃদ্ধি, জাতীয় দায়িত্ব পালন, এবং কর্মীদের কর্মসংস্থানের জন্য আয়োজিত হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী:আসন্ন জাতীয় নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী তাদের থানা/উপজেলা মৌলিক প্রশিক্ষণের ১ম ধাপ শুরু করেছে।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো জাতীয় দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে আয়োজিত এ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নির্ধারিত মডিউল অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।সকাল ১০:০০ টার সময় দামুড়হুদা ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা বৃদ্ধি করা হচ্ছে। এই প্রশিক্ষণের প্রতিটি বিন্দু ঘাম, প্রতিটি মুহূর্তের ক্লান্তি তাদের আত্মত্যাগী করে তুলছে আরও শক্তিশালী, আরও প্রত্যয়ী।পাশাপাশি স্থানীয় প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছেন। এতে করে প্রশিক্ষণার্থীরা অপ্রচলিত যুদ্ধাবস্থায় আনসার আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা, অগ্নি নির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বাল্য বিবাহ রোধ, সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করছে।বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়ে সদস্যদের বাস্তবধর্মী মহড়া প্রদান করা হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের নেতৃত্বদানের সক্ষমতা ও দলগত চেতনা বিকাশে উৎসাহিত করা হচ্ছে।প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে, যা সদস্যদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৮/০৯/২০২৫ ইং তারিখ পযর্ন্ত পরিচালিত হবে, যার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা আনসার ভিডিপির গর্বিত সদস্য হিসেবে জাতীয় দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।