
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দর্শনা পৌর বিএনপি।
শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে দর্শনায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে দর্শনা রেলবাজারের মুক্তমঞ্চের সামনে ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
এ সময় তিনি বলেন, জিহাদ শুধু দর্শনার গর্ব নয়, এখন পুরো বাংলাদেশের গর্ব। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ে আমরা গর্বিত। আশা করি ভবিষ্যতে জিহাদ আরও বড় জায়গায় পৌঁছে দেশের মুখ উজ্জ্বল করবে। বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় তার পাশে থাকবো।
জানা গেছে, জিহাদ দর্শনা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান। পিতা-মাতা সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা কৃষকদলের সদস্য হাতেম আলী, জেলা যুবদলের সদস্য মিতুল মিয়া, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিংকু আহম্মেদ, যুবদল নেতা সজীব আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান ও সাফায়েত জামান পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্য ফারুক আহম্মেদ, দর্শনা ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিমসহ স্থানীয় নেতাকর্মীরা