চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫২টি গাঁজা গাছসহ রেজাউল হক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্প পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) ভোর রাত ৩টার দিকে উপজেলার দর্শনা থানার শৈলমারি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পের এসআই শেখ মো. মোরশেদ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোর রাত ৩টার দিকে শৈলমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই গ্রামের রেজাউল হককে আটক করে তার দখলীয় বাঁশবাগান থেকে চাষাবাদকৃত অবস্থায় ছোট-বড় মিলিয়ে উদ্ধার করা হয় ৫২টি গাঁজার কাচা গাছ। এ ঘটনায় আটক রেজাউল হকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে