
শিমুল রেজা
দর্শনায় হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দূর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুজা মন্ডুপগুলোতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার ( ১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর বিএনপির আয়োজনে ৫টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো: হাবিবুর রহমান বুলেট। এ সময় সকল মন্দিরের সভাপতি, সম্পাদকসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।এছাড়াও অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সমন্বয়ক শরীফ উদ্দীন, সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, সমন্বয়ক লুৎফর রহমান, মমিনুল ইসলাম, শফিউল আজমতুতা ,তুতা, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন,কৃষক দলের নেতা ফারুক হোসেন, বিএনপির সিনিয়র নেতা, শ্রমিক নেতা ফারুক হোসেন, আজিজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাবিবুর রহমান বুলেট তিনি বলেন, সনাতনীদের এই উৎসব বহু বছরের বহু দিনের, যা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। এটি বাঙ্গালী জাতির একটি ঐতিহ্য। তিনি সনাতনীদের অভয় দিয়ে বলেন ” তারেক রহমানের স্পষ্ট মেসেজ – বিএনপি এই ঐতিহ্যকে সম্মান করেন এবং এর নিরাপত্তাবিধান ব্যবস্থা নিশ্চিত করতে সকল প্রস্তুতি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।” আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি