জীবননগর রাজাপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের সাজ্জাতের বাগানের মধ্যে হতে হাবিলদার আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়