
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গুণগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করেছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ইংরেজি, বাংলা ও গণিতসহ নানা বিষয়ে পাঠদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকী এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। পাঠদানকালে ইউএনও আল আমিন হোসেন শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি অন্যান্য বিষয়েও সম্যক ধারণা অর্জনের পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। ৫ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘ইউএনও স্যার আমাদের ইংরেজি গ্রামার পড়িয়েছেন। অনেক অজানা বিষয় জানতে পেরেছি, খুব ভালো লেগেছে।’ একই শ্রেণির শিক্ষার্থী শাপলা শাখার আফসানা মিম বলেন, ‘স্যার আমাদের গণিতের নামতা ও শতকরা বিষয় পড়িয়েছেন। এতে অনেক উপকৃত হয়েছি।’
ধোপাখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকী বলেন, ‘ইউএনও স্যার হঠাৎ এসেই শিক্ষার্থীদের নানা বিষয়ে পাঠদান করেছেন এবং শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। এগুলো আমাদের পথচলার পাথেয় হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন হোসেন বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধির জন্য আমি নিয়মিত সরকারি-বেসরকারি বিদ্যালয় পরিদর্শন করছি। এরই ধারাবাহিকতায় আজ ধোপাখালি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাঠদান করেছি এবং শিক্ষকদের মানোন্নয়নে দিকনির্দেশনা দিয়েছি।