শিমুল রেজা
বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে শাহাজান খান বলেন, জনগণ তাকিয়ে আছে ভোট দেবার জন্য। ২০১৪ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে এক তরফা নির্বাচন হয়েছিল। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। তখনও বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। আজকে বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। তাকে নিয়ে যড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করা। এ ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে হবে। কোন উষ্কানিতে পা দেওয়া যাবে না।’তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারা নির্বাচনকে বানচাল করতে চায়? যারা নির্বাচনে পরাজিত হবে, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে।’





















