চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজার সংলগ্ন সাহেবনগর গ্রামের ব্রিজের বেহাল দশা ও অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়েছে চলাচলের একমাত্র বাঁধ। ফলে ওই বাঁধ ও ব্রিজ ব্যবহারকারী সাহেবনগর, বোয়ালিয়া, তিয়রবিলা খাসকররা ও আশপাশের ৩০টি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে নাজুক অবস্থায় ছিল। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রিজটি ভেঙে পড়ে ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। বুধবার থেকে ওই এলাকায় হাঁটুপানি জমে আছে। ফলে পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।
এছাড়া বোয়ালিয়া ও খাসকররা এলাকার অন্যান্য সংযোগ সড়কেও সৃষ্টি হয়েছে গর্ত ও ধস। এলাকাবাসীরা দ্রুত রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) জানিয়েছে, ইতোমধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টিপাতের কারণে কাজ ব্যাহত হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছে সওজ কর্তৃপক্ষ।
এলাকাবাসীর দাবি, ভেঙে পড়া ব্রিজ ও বাঁধ দ্রুত মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।