
শিমুল রেজা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয়
আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব। (এবি পার্টি)আব্দুল্লাহ আল মামুন। এনসিপি’র মোল্লা এহসান ফারুক।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম। (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন। ইসলামী আন্দোলন মো.জহুরুল ইসলাম,

মনোনয়নপত্র জমা কালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে সোমবার বিকাল সাড়ে ৪ পর্যন্ত ১১ জন প্রার্থীই আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।





















