প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৪:১৭ পি.এম
চুয়াডাঙ্গায় হেজবুত তাওহীদের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
চলমান সংকট নিরসনে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক প্রতিপাদ্য ধারন করে
আজাদ হোসেন,
চুয়াডাঙ্গায় হেজবুত তাওহীদের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেজবুত তাওহীদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জুয়েল রানা, দর্শনা থানা শাখার আমীর আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসেব উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, জেলার নারী বিষয়ক সম্পাদক ডা.মার্জিয়া পারভীন, জেলার সাধারণ সম্পাদক সাঈদ হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন,ইসলামী শাসনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা বিশ্বে আজ মুসলমানরা নির্যাতিত। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমাদের পারিবারিক,সামাজিক, রাষ্ট্রীয় জীবনে স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। সিয়া-সুন্নী, হানাফি এসব মতবাদ সৃষ্টি করে আমাদের আলেমরা বিভেদ সৃষ্টি করে তারা আমাদের সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। তাই আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। আসুন হেজবুত তাওহীদের নেতৃত্বে পথ চলি। তাহলে অবিলম্বে শান্তির দেখা পাবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ