
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ১২ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “সেলাই প্রশিক্ষণ ২০২৫” শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আত্মনির্ভরশীল জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।
প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর মোট ১৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি সহজতর হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম