পরীক্ষায় অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরীক্ষায় অনিয়মের বিষয়ে তদন্ত করে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। তাতে উঠে আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে পরীক্ষার সিট প্ল্যান বদল, অনুপস্থিতদের উত্তীর্ণ করা ও মৌখিক পরীক্ষার সকালে লিখিত ফলাফল পরিবর্তনসহ নানা অভিযোগ। যমুনা টেলিভিশনে এ খবর প্রচারের পর হাইকোর্টে রিট করে সংক্ষুব্ধরা। শুনানি শেষে ৬ মাসের জন্য ওই ফলাফল স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট।

এদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে