
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াই টিপা ইউনিয়নের খাড়াগুদা নামক স্থানে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আক্কাস আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ৩ জন গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ দিকে এই ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ জেলার সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা মাঠপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিয়ালমারি পশু হাট থেকে পাওয়ার টিলারে গরু বোঝা করে বাড়ি ফেরার পথে খাড়াগুদা লিয়াকত আলীর বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এ সময় গরু ব্যবসায়ী আক্কাস আলী নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে ।





















