প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৩৫ এ.এম
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ যুবক আটক
শিমুল রেজা
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রবিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানাধীন মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করা হয়। আটক গাজী জাহিদ হাসান পৌর ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ