প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৩৭ পি.এম
শিমুল রেজা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংগ্রামী ও বিল্পবী সভাপতি শরীফ উর জামান সিজার নেতৃত্বে, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মঙ্গলবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংগ্রামী ও বিল্পবী সভাপতি শরীফ উর জামান সিজার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ০৬:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই বীর শহীদদের স্মরণে যুবদলের চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারন সম্পাদক হাজি রবিউল হক মল্লিক,বকুল হোসেন,সহ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা,সাইফুল ইসলাম সুমন,আচান শেখ,আবদার হোসেন রাজু ,প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল,সহ মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সদস্য ইমদাদুল হক ইমদাদ,বাদশা কাঠাল, মিজান, আকুল,রুপম আজাদ টারজান। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াস। চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব সদস্য রিংকু,স্বপন,মানিক, শোভন,আরিফ,ফুয়াদ, মামুন,সহিদ,সিরাজ,বাপ্পী, রাব্বি, হাসান, নাসির,সাত্তার, খোকন,শামিম, রনি,জীবন।চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম জনি,যুগ্ন আহ্বায়ক বাচ্ছু,সদস্য রনি,সুমন রশিদ,শফিকুল ইসলাম বাপ্পি,শোভোন,রঞ্জু,আলমডাঙ্গা উপজেলা যুবদলের আনিচ,আরিফ,মামুন ।চুয়াডাঙ্গা সদর উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আল আমিন। আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক উজ্জামান, আব্দুল আল মামুন,আলমগীর,বাদশা।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ইকরামুল হোসেন সহ প্রচার সম্পাদক রাসেদুল ইসলাম পারভেজ,সহ আইন বিষয়ক সম্পাদক রাফিক জামান।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলে যুগ্ন আহবায়ক আল বেলাল। শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব জীবন ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সুজন ,যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ উজ্জ্বল, খন্দকার হারুন আর রশিদ সুমন, বিপ্লব হোসেন, সদস্য তানজিলুর রহমান তান্নু, শরিফুল ইসলাম রাব্বিল, আব্দুল করিম, নাজমুল হাসান রাজিব, সুমন, মিঠু ,জুয়েল, আব্দুস সাত্তার, মনি। ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গাজেলা যুবদলের সংগ্রামী ও বিল্পবী সভাপতি শরীফ উর জামান সিজার বলেন, মহান বিজয় আমাদের শিখিয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই আমাদের একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই।