
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ জামিয়া কারিমিয়া মাদ্রাসার এক আবাসিক ছাত্র পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়। বেলা ছয়টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাম্মাদ হুসাইন সামাউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাদ্রাসা ছাত্র ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া কাপাসাটিয়া ইউনিয়নের রায়পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে হাম্মাদ হুসাইন সামাউল (১৯)। সে ওই মাদ্রাসার ইবতেদায়ি শ্রেণির শিক্ষার্থী ছিল।