চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে রফিকুল ইসলাম (৪২) নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল ওহাবের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস মমতাজ।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিস মমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।