জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও গণজমায়েত করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। বুধবার (৬ই আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশনেন জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মিরা।গণজমায়েতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রবীণ নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় বক্তৃতায় তিনি বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে সৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়েছে। খুনি হাসিনার বিচার খুক তাড়াতাড়ি করার আহ্বান জানাছি অন্তবর্তীকালিন সরকারের। সৈরাচারদের হাত থেকে মুক্তি হয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি। গত ১৬ বছর নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা দেশটাকে কারাগার বানিয়ে রেখেছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেল খাটতে হয়েছে। ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে। গণতন্ত্র ধ্বংস করে খুনের উল্লাসে মেতে উঠেছিল তারা। ভোটাধিকার হরণ করেছিল। জুলাই আন্দোলনে বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশবাসী এখন মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে। আজ বিজয়ের দিন। এ বিজয় অর্জনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।
এসময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি, সিরাজুল ইসলাম মনি, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির সম্য়য়ক মো: হাবিবুর রহমান বুলেট, দর্শনা থানা বিএনপির কৃষকদলের আহবায়ক আশরাফুল হক বিপ্লব,চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জীবনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশীদ ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা আইনজিবি ফোরাম এর আহবায়ক এ্যাড. আ স,ম আব্দুল রউফ, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, প্রমুখ